কে তুমি?
কে তুমি?


জগৎ যখন মহামারীর ঔষধের খোঁজে অসহায়,
তখন তোমা আবিষ্কার গরীবের অন্ন চুরির উপায়,
আশ্বাসন ও কথা দিতে কভু কম নকো মশায়,
দুর্লভ প্রজাতি তুমি অন্যের প্রয়োজনে বিলুপ্ত প্রায়, কে তুমি?
অসময়ে ডাকি যখন কহ ব্যস্ত সর্বক্ষণ,
আপন কাজে সর্বদা সুলভ তোমা দর্শন ,
জাতি ধর্মের ভেদাভেদে তোমা বিশেষ অবদান,
স্বয়ং সমাজ শত্রু অপরে কর মিথ্যে অপমান , কে তুমি?
দুর্নীতি কে স্বসম্মানে আলিঙ্গন করে নেবে,
বিরোধিতা করলে অকারনে ফাঁসিয়ে দেবে,
দেশ ভক্তির গুণগান মনভরে গাইবে,
সুযোগ পেলে দেশটাকেই লুটেপুটে খাবে, কে তুমি?
তোমা অপকর্মে আহত আজ নেতাজী গান্ধীজী ,
বন্দো কর সর্বকালের ঐ কুৎসিত ফন্দিবাজী , কে তুমি?