কবিতা- ফাগুন মাসের রঙের ধারা
কবিতা- ফাগুন মাসের রঙের ধারা
ফাগুন মাসে রঙের ধারায় ভরিয়ে দাও,
নিজের থেকে বাহির হয়ে সবার মাঝে মিশে যাও।
রঙ বরসে রঙের মাঝে হারিয়ে যাও,
ছোট- বড়র বিভেদ আজ তাই ঘুচিয়ে দাও।
মনে পড়ে এমন দিনে কারো সাথে রঙের খেলা,
খেলতে খেলতে কখন ভাসিয়েছিলাম জীবন ভেলা।
ঢেউয়ের তালে নেচে নেচে কাটিয়ে দিলাম যৌবন বেলা,
এবার হয়তো রইবে পড়ে রোমন্থনের বেলা।
দুঃখ নেই নাইবা পেলাম গাড়ি-বাড়ি টাকার বোঝা,,
দিন কাটল পথের মাঝে শূন্য হাতে,
মন ভরেছে ভালবাসায়,বইতে হয়নি কোন বোঝা ।
এটাই বা কম কিসে ,জীবন কাটিয়ে দিলাম,
যোগ- বিয়োগের অঙ্ক ভুলে হাসি ভরে দিলাম।
একদিন তো যেতে হবে সবাইকে চলে,
লাভ কি বলো এই জীবনে শুধু বোঝা ঠেলে?
কাটিয়ে গেলাম জীবনটা শুধু কুতুহলে,
নাইবা রইল শহীদ স্তম্ভ, আমি চলে গেলে।

