কবিজন্মের আকর / উৎস রায় চৌধুরী
কবিজন্মের আকর / উৎস রায় চৌধুরী




সরানো জলের দাগে অক্ষর
একা মিশিয়ে রাখে কল্পনা
আদ্য পান্ত ছবি
চীর ধরা মেহগিনি হয় যখন
তোমার স্বর্ণ রথ এক গীতাঞ্জলি
আমার পরাণ লেখা খাতা
গল্প নদীর পাশে ছুঁয়ে
ব্রক্ষ্মান্ড খেলে ওঠে মাথায়
আজ তুমি পথ মারিয়েছো বলে
সহজাত কবি বিল্ব কাব্য ধরে থাকি
মন ঝিলিকের পাতায় আকাশ খেলছে
বহুজন্ম রাখি তোমার বৈশাখী রাতে