STORYMIRROR

Saidul Islam Tuhin

Abstract Romance Fantasy

3  

Saidul Islam Tuhin

Abstract Romance Fantasy

'কাল্পনিক প্রেম '

'কাল্পনিক প্রেম '

1 min
217

অনেক দিন আগে এক গল্প লিখেছিলাম যা প্রকাশিত হয়নি কখনো, 

যানেনা কেউ সেই গল্প যেটা আছে মনে এখনো। 

যার জন্য অনেক নির্ঘুম রাত্রি কাটিয়েছি সে রয়েছে এখনো এই ধরায়, 

 অপলক সেই সৌন্দর্য এখনো আমার মনে ছরায়। 

অবাক এই শহর ঘুমিয়ে গেছে আর আমি আছি পাহারায়, 

এই পৃথিবী, অর্থ বিত্ত এবং তুমি মোহময়। 

আমরা যদি স্বপ্নের পিছনে হাত না বাড়াই তবে এভাবেই কেটে যাবে সময়, 

মায়ারাও তখন মুছে যাবে, একাকিত্ব ঘিরে রবে তোমায় আমায়। 

এখন কেউ নেই যে রাত জেগে আমার সাথে এই শহরের খোজ নিবে,  

বিশেষ কোন স্বার্থ রবেনা বিনিময় শুধু ভালোবাসা পাবে। 

তার হাত ধরে হেটেছিলাম অনেক টা পথ আরো আশা ছিলো সুদূর, 

হারিয়ে যাওয়া সময় যেনো এক অসীম সাগর দাড়িয়ে বহুদুর। 

আমার এ গান এই শহরের বহুজনের গান, 

কিসের এত চিন্তা ভাবনা! মৃত্তিকায় জন্মে আবার মৃত্তিকায় যাবে প্রান।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract