জোস্নার ছায়া
জোস্নার ছায়া


চাঁদকে কেটে দুভাগ করে মৃতচাঁদ দুপাশে টানিয়ে রেখেছি-
একভাগ ওঘরে আর একভাগ এঘরে আলো দেয়,
ঘর দুটোর মাঝখানে থেকে কালো দেওয়াল,
কাঁটাতারে বিঁধে আছে কাঁছি।
সেখানে প্রাচীর তোলা,
সেখানে ভাঙ্গন হাওয়া,
দুই ধারে চাঁদ কাঁদে,মাঝখানে জোস্নার ছায়া-
ছায়াতলে মাটিহারা ঋষি।