জীমৃত
জীমৃত


বারবার লুটিয়ে যায় দেহ,
মাথার পিছু শব্দ, শব্দের পিছু অস্থি-টান
একলাফে পেরিয়ে যায় দ্রুত কোনো গুরুতর লাভা।
শরীর-দেহ আর মন-শরীর কোনোটাই এক নয়!
ভেঙে যাচ্ছে খাদ, সমাবর্তন মরীচিকার উন্নত-শির
এখানেই বারবার লুটিয়ে পড়ছে দেহ।
সোজা রয়েছে আলো, বিস্তৃত রশ্মি সব
পাঁজর বেয়ে ফুটে ওঠে ফুসফুসের জন্মের নীচে,
কালো রক্তের দাগও স্বপ্নের মন বোঝে,
বাতিল হয় শুধু গোধূলির আলোয় সূর্যের রোদেরা।
নুইয়ে পড়ছে যত, কমেছে তত যৌবনের আয়ু
ফিরে যাচ্ছে বরফ-বায়ু কেবল শান্ত শীতল ধরে।
তবুও মনে হয়-
সর্বত্র ঝুঁকে থাকার দায় কেবল "সুষুম্নাকান্ডের' নয়!!