STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Romance Tragedy

3  

Piyanki Mukherjee

Abstract Romance Tragedy

জ্বর থেকে ফরিস্তা

জ্বর থেকে ফরিস্তা

1 min
267


অনবরত জ্বর আসছেসাদা ফ্যাকাশে রঙের বিষাদ জাপ্টে ধরছে কর্নারর‍্যাক

প্রত্যেকটা ঘর জ্বরে পুড়ে যাচ্ছে

 

গজলক্যাসেট এলআইসির ডাইরি আর পেপারওয়েট। সবার গায়ে গুটিবসন্ত। 


 

খোলা রাস্তায় রোদ জমানো আছে 

ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস...  

লাইনে প্রচুর লোক। 


এখনি একটা বালকভোজন দরকার

গরমভাতে নুনের গন্ধ পেলেই সবাই নিজের পায়ে ভর দিতে চেষ্টা করবে


ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, কপালে ঠান্ডা হাত।

একটা করে কবিতা ছুঁইয়ে দিয়ে ফিরে যাচ্ছেন ফরিস্তা। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract