জবানবন্দী (শারদ সংখ্যা কবিতা বিভাগ)
জবানবন্দী (শারদ সংখ্যা কবিতা বিভাগ)


শৈশব ছবি আর হরবোলা কণ্ঠ বারবার... বারবার হুমড়ি খায়— ঘাসের উপর—স্নায়ু জুড়ে স্নেহ হাত।
উত্তরাধিকারের মধ্যে মিশে যায় রক্তাল্পতা আর খিদের গন্ধ।
ছায়াহীন বিশল্যকরণী— দেশ ছবি ভূঁই সুখ, নদী জল, ফসল ভরা ক্ষেত
উপচে পড়ে উৎসব আলো... বুকের দহন যেথায় কৃষ্ণ মেঘ ঝুঁকে পড়ে...
স্বরের ভেতরে ভেতরে দাঁতের থাবা আর বংশবৃদ্ধির প্রকট চিহ্ন কোটরে শীতঘুম।
উপসংহারে কবির জবানবন্দী ... মাটি দাগ—শস্য শ্যামল — আর স্নেহ স্নেহ শৈশব গন্ধ—ভেসে বেড়ায় কবেকার হরবোলা কণ্ঠ...