ইচ্ছেডানা
ইচ্ছেডানা


কফির কাপ আর ল্যাপটপে যার বদ্ধ জীবন,
ল্যাংগুয়েজ এর মানে 'c' যে বোঝে,
হঠাৎ করে বৃষ্টি এলে, কিংবা একা,
বইয়ের পাতা উল্টে জীবন সেও খোঁজে।
তানপুরাটায় জমছে ধূলো, একলা কবি,
সৃষ্টিগুলোর মন খারাপের হাজার কারণ!
'ডেডলাইন' আর 'ইমেইল' এর ভিড়ের মাঝে,
খামখেয়ালি স্বপ্নগুলো দেখতে বারণ।
নাই বা হলো নিজের মতন বাঁচাপড়া,
নাই বা হলো গান ,কবিতা কিংবা নাটক।
তোমায় যে অনেকটা পথ যেতে হবে,
এখন নাহয় ভাবনাগুলো ইতিই টানুক।
তবুও আবার বৃষ্টি এলে,মনখারাপের একলা সময়,
চিনতে যদি চাও নিজেকে, ডাক পাঠিও আবার নাহয়।