হতেও পারত
হতেও পারত
হতেও পারত এবার একটু অন্যরকম পুজো-
প্যান্ডেল হতো জমকালো আলোয় সাজো সাজো।
কোথায় কী!, ভাব দেখি সব গেল জলে!
হবে না এবার থিমের লড়াই পাড়ায় পাড়ায় মিলে।
মুখ যাবে না মোটেই খোলা
থাকতে হবে ঢাকা-
হাত ধুয়েই যাবে দিন কেটে
হবে না আর দেখা।
চলতে হবে দুরত্ব মেনে
তবেই ঘুরতে যেতে দেবে
না মানলে নিয়ম নাকি ভাইরাসে মরতে হবে।
তবুও হৃদয় কী আর মানতে চায় এত সহজে
তাই যতই থাকুক নিয়ম কানুন কলমে কাগজে;
প্রাণ আজ উথলে উঠেছে,
মানতে নারাজ মন,
হতেও পারত এবার পুজো
একটু অন্যরকম.......
