হীরামতির বিয়া
হীরামতির বিয়া
তোমরা দেও সাজিয়ে দেও আমার হীরামন কন্যারে সাজাইয়া দেও,
শেষ বিয়ার সাঝে সাজাও আমার কন্যারে সাজাও তারে রূপসী বাহারে।
আমার কন্যা থাকবে কেমনে বাপ মারে রাখিয়া একেলা,
সাজাও তারে সাজাও মনের মতো করে জ্বলছে জ্বলুক আমার ভিতরে।
মা তুমি যাও চার বেহারার পালকি চড়ে যাও তুমি আপনারে সঙ্গী করে অন্ধকার ঘরে।
বড়ই পাতার গরম জলে গোসল দিয়ে আতর -সুগন্ধি গায়ে মেখে
দে যতন করে দে সাজিয়ে আমার হীরামন কন্যারে।।
