STORYMIRROR

Riasat Mashrur

Abstract Fantasy Others

3  

Riasat Mashrur

Abstract Fantasy Others

গ্রাম্য নারী

গ্রাম্য নারী

1 min
268

হারিয়ে যেতে চাই এই বাংলার প্রত্যন্ত সারল্যমাখা গ্রামে

যেখানে নারীরা শুধুই সংসার গড়ে তোলে না;

বরং একেকজন কর্মঠ মানুষ রুপে আবির্ভূত হয়ে

সচল রাখে পারিবারিক জীবিকার বাহন৷

বাংলার সেই রুপসী গ্রামে নারীরা হয়ে উঠে 

একেকজন কুটির শিল্পী৷

বাংলার সেই লাবন্যময় গ্রামে নারীরা হয়ে উঠে

মাঠের রাখালী কিংবা পরিশ্রমী কৃষাণী৷

যে বাংলার গ্রামীন রমনীরা তাদের জাদুর ছোঁয়ায়

উনুনকে পরিপূর্ণ করে ধোয়ার কুন্ডলীতে,

সে গ্রাম্য নারীরাই প্রতি মুহূর্তে রাখছে অবদান 

প্রতিটি ঘরে ঘরে অন্ন পৌছে দিতে৷

বসন্তের শেষে চারিদিক যখন ভরে উঠে সোনালী ফসলে

ঠিক তখনই,বাংলার দ্বীপ্তিমান কামিনীগণ স্থিরচিত্তে 

নেমে পরে ফসলী ভূমিতে শস্য কর্তনের নিমিত্তে,

যার ফলাফল স্বরুপ সৃষ্টি হয় মহা শস্য ভান্ডার৷

হারিয়ে যেতে চাই এই বাংলার অপরুপ অদেখা গ্রামে

যেখানে গুণমুগ্ধ হয়ে রচনা করতে চাই মহাকাব্য

কিংবা,নারীর অপ্রচারিত সাফল্যের মহা উপন্যাস,

যে উপন্যাসের প্রতিটি পরতে পরতে উদ্ধৃত থাকবে

গ্রামীণ নারীদের পরিশ্রম,অবদান কিংবা স্বার্থহীন ত্যাগের গল্পগাথা৷

গ্রাম্য দোচালার নিঝুম আঙিনায় বসে লিখে যেতে চাই, 

এই অতি সাধারণ রমনীদের সংসারের সাথে তাল মিলিয়ে

জীবিকা সামলানোর অসাধারণ সব সাফল্যগাথা,

যা প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক সমৃদ্ধ ইতিহাস হয়ে৷



Rate this content
Log in

Similar bengali poem from Abstract