STORYMIRROR

Sumit Mahalanobis

Abstract Classics

4  

Sumit Mahalanobis

Abstract Classics

গণতন্ত্রের ঢেউ

গণতন্ত্রের ঢেউ

2 mins
247

বড় রাস্তার মােড়ে কোন পথসভায়

কিংবা চা-এর দোকানে আড্ডার ভীড়ে,

অথবা মাঠে-ময়দানে কোন গণ বক্তৃতায়

যত না লােকের আনাগােনা,

তার চেয়েও অধিক কৌতুহলে জুটে যায়

রােল ক্যামেরা বিহীন অ্যাকশনের সাক্ষী হতে ---

গণতন্ত্রের ঢেউয়ে ভাসা পথচলতি কিছু লােক।

"মার মার" শব্দ ছাপিয়ে কানে আসে না

"কাট কাট, প্যাক আপ" ----

এ শুধু হাতসুখের অবিরাম অ্যাকশনের

এক নির্ভেজাল মস্তিভরা শুটিং।

এ শুটিংয়ে ব্যস্ত আমি আপনি সবাই

কেউ পাত্র পাত্রী কেউবা আবার

নিরাপদে থেকে শুধুই দেখে যায় লড়াই।


বিবেকের তাড়নায় নাকি চাপা কৌতুহলে

এগিয়ে ঢুকি ভীড়ের মাঝে গন্ডগােলে,

গণপিটুনিতে প্রতিরােধহীন ভয়ার্ত এক মুখ ----

মাটিতে পড়ে পাবলিকের নিখুঁত অ্যাকশনে,

রক্তাক্ত শরীরে কাতর ইশারা....

"বিশ্বাস করুন, আমি ----

ফাঁকা মাঠে আরও গােল... "মার মার...

এখানে মার, ওখানে মার" --- কে কথা শােনে কার।

অপরাধ যাই হােক, পাশবিক হতে ভারী মজা

আইনকে তুড়ি মেরেই চলে পাবলিকের সাজা।


"থামাে, সব সভ্য সমাজের বীরপুরুষের দল ---

রং করা ঐ সভ্যতার চামড়ার আবরণে ঢাকা

নৃশংসতার বারুদ নিয়ে মারছ কাকে?

তাকিয়ে দেখো ----

কোন এক অসহায় দুর্বল ভয়ার্ত মানুষ নয়,

তােমাদের হাতসুখের আমােদে আর পদপিষ্টে

আজ ভুলুষ্ঠিত, ক্লান্ত মনুষ্যত্ব, মানবতা ----

হে শিক্ষিত সভ্য সমাজ, দাঁড়িয়ে দেখাে

গণতন্ত্র আজ অসহায়, হাত জোড় করে বলছে ----

মেরাে না আমায় ---- মেরাে না !!!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract