একেলা
একেলা
একা বসে আছি, অজানা এক নদিকিনারে,
মনের অন্ধকারে ভাসছে নৌকো অদ্ভুত হাহাকারে।
দূরের বিদেশে, নিজের দেশে,
অচেনা পথে হারা, সন্ধ্যার তেলে।
ভালোবাসার কাছে অস্তিত্ব নেই,
বন্ধুত্বের বাঁধন শূন্য অনিকেত প্রান্তরে।
হৃদয়ের কোনো কোণে কত আতঙ্ক,
একা এসে বসে আছি, সারাটা অব্যক্তে।
আকাশের নীলে, চাঁদের আলোয়,
প্রাণের স্বপ্নে পথ হারিয়ে, নিরন্তর।
কেউ নেই আসতে, কেউ নেই যাওয়া,
কেউ অতীতে ছাড়িয়ে, ছড়িয়ে দেয় খন্ডিত আলোর।
একা বসে আছি, সারাটা অব্যক্তে,
মনের অন্ধকারে ভাসছে নৌকো অদ্ভুত হাহাকারে।
কোথায় খুঁজবো প্রিয়, কোথায় খুঁজবো বন্ধু,
আমি একা এসে বসে আছি, সারাটা অব্যক্তে।।
~অজানা পথের সারথী
