একদিন কবিতার মতো
একদিন কবিতার মতো
একদিন একসাথে বসবো পাশাপাশি
আনকোরা নতুন পাতায়, শুরু থেকে শেষ
তর্কে- বিতর্কে ; দিনের ক্লান্তি
রাত্রির যাবতীয় অবাধ্য
অশরীরী দাগ মেপে মেপে
একদিন ছুঁয়ে দেখব তোমায়
হঠাৎ মুখোশ হারিয়ে ;
চোখের পাতায় চুম্বন আলতো
একদিন ছুঁয়ে দেখব তোমায় 'তুমি' না ভেবে
জড়িয়ে থাকব জীবন
ধুলোবালি সব বুকের খাঁজে
পথের ধারে ছেড়ে যাব লৌহবসন
সেদিন রূপকথা শরীরে মাখবো
একদিন কবিতার মতো আমরণ বাঁচবো