এক তরফা
এক তরফা
ইচ্ছা করে জড়িয়ে ধরে বলি ভালোবাসি
ইচ্ছা করে মনের কথা তোমায় বলে আসি।
একটা পলক দেখতে পেলে ধন্য আঁখিদ্বয়
মনে হয় যেনো ওই চোখেতে মনখানি ডুবে যায়।
ফাগুনে রাঙা বিকেলবেলায় প্রথম দেখি তাকে
তিন ফাগুনের স্মৃতিপটে আজও সাজিয়ে রাখি যাকে।
স্বপ্ন দিয়ে সাজাই রোজের নিত্য নতুন আসা
নানান রঙের কল্পনা আর অলিক সুখে ভাসা।
মনে মনে ভেবে নিলাম বলব এবার তবে
ভালোবেসে ফেলেছিলাম দেখেছিলেম প্রথম যবে।
ফাল্গুনের ওই বিকেল বেলাই বেছে নিলাম তাই
বলবো আমি লাজুক ভাবে ভালবেসে যেতে চাই।
মুহূর্তটা থমকে গেলো তোমায় কাছে দেখে
গুলিয়ে গেলো সব কিছু যা এসেছিলাম ভেবে।
মুখের হাঁসি চওড়া হয়ে হটাৎ মিলিয়ে গেলো
তাকিয়ে দেখি সুন্দরী এক তোমার পাশে এলো।
যত্ন করে লাগিয়ে দিলে বেলী ফুলের মালা
বুকের ভেতর শুরু হলো অশেষ কষ্ট জ্বালা।
নিজেই কত দেখেছি ওই তৃপ্তি ভরা দৃশ্য
আমি বদলে অন্য কেউ তাই হটাৎ আমি নিঃস্ব।
তোমার মুখের মিষ্টি হাসি চোখে আমার পরে
সমস্ত কিছু নিঃস্ব হয়েও আবার ওঠে ভরে।
গুছিয়ে নিলাম মনের ভেতর অবাধ্য ইচ্ছা গুলো
কষ্ট হলেও বলে দিলাম তোদের ছুটি হলো।
ভালো যখন বেসেছি তোমার সুখই থাক
সমস্তকিছু খারাপ চাওয়া দূরে সরেই থাক।
তোমার চাওয়া সকল কিছু পূরণ হয়ে যাক
আমার গুলো নিতান্তই এক তরফা থাক।

