এক পৃথিবী ভালোবাসা
এক পৃথিবী ভালোবাসা


দুই নয়নে মুক্তধারা
আকুল পরান পাগল পারা।
হৃদয় রাজ্যে কার সমাবেশ
হে তরুনী দাও গো সাড়া ।
চন্দ্রিমার ওই আলোক রেখা
রুপোলি ঝিলিক দেয় যে মনে
সঙ্গীহারার গোপন কথা
বলনা আমার কানে কানে ।
বাদরে আজ ঝরো ঝরো
কাঁপছে হিয়া থরো থরো-
কোন গহনের বিষন্নতায়
আকাশ বাতাস পরাণ কাঁদায়।
বসন্তের ওই আগুন রঙে
মন রাঙানোর খেলা শেষে
বিদায় যখন নিলে তুমি
সুয্যিমামা ঘুমের দেশে ।
বিদায়বাঁশি বাজিয়ে আজও
পাওনি কি খোঁজ সেই অতলের?
তোমার ঠোঁটের মলিন হাসি
গল্প বলে দুই পরাণের।
প্রানের আবেশ মনের আবেশ
কাটিয়ে জীবন যুঝতে যে হয়-
এক পৃথিবী ভালোবাসা
বাষ্প হয়ে নেয় যে বিদায়।।