STORYMIRROR

বিকাশ দাস

Drama

4  

বিকাশ দাস

Drama

দুঃখ বলে কিছু হয়না

দুঃখ বলে কিছু হয়না

1 min
1.0K

দুয়ার দিয়ে দুঃখ আসে

ভাবলে সারা জীবন দুঃখ তোমায় বেঁধে যাবে ।

হাত বাড়িয়ে সুখ আসে

ভাবলে আকাশ মাটি ছুঁয়ে তোমায় সেধে যাবে ।

মানুষের হাত ধরো

প্রকৃতির মাটির জমিনে সোজা হেঁটে চলো ।

ভাবনা চৌচির করো।

অতীতের কাসুন্দি গা থেকে ঝেড়ে ফেলো ।

জেনে মানুষ কদিনের বাসিন্দা সংসারের বাসরে। 


আজ বাঁচার আনন্দে বেঁচে থাকা শুধু বোকামির নির্মম খেলার মেলা

বাঁচার ফুর্তি জীবন কুর্তির রঙ বদলে বদলে ক্ষ্যাপামির ক্ষনিক বেলা।

এসো

বিলাপের মুখোশ ছিঁড়ে সুখের আলাপের গোলাপ ফোটায়

দুঃখের দরিয়ার বালুচরের প্রান্তিকে সাগরের আনন্দ ছড়ায়।

গলা খুলে বলো। দুঃখ বলে কিছু হয়না।

জন্ম আসুক 

মৃত্যু আসুক 

বাঁচার আনন্দে নিষ্পাপ সংরাগের হাতে হাত ধরে। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama