Dear Tempest
Dear Tempest
আমি ভীতু আইটি কর্মচারী,
তোমার নামকরণ করি, আমার ল্যাপটপে বসে;
তুমি এসে আমার স্বপ্ন ভেঙে দাও।
আমি ছেঁড়া কোন হোড়ডিং, তোমার কাছে হেঁড়ে
সাদা পতাকা হয়ে উরি - তোমার ঝোড়ো হাওয়ায়!
আমার দোষ?
আমি তোমায় লিখে ছিলাম আমার অন্তর থেকে,
কত রঙিন – রং হীন কবিতা।
আমি বেনামী কাগজের ঠোঙা
দুমড়ে মুছড়ে, দূরে ছিটকে পড়ি –
তোমার দাপটে …
