STORYMIRROR

AJITESH NAG

Abstract Others

3  

AJITESH NAG

Abstract Others

দাহন গান

দাহন গান

1 min
132

এক একটা গোটা রাত ভাঁজ করে পরে আলোর পোশাক

ঘুম আর মদিরার নেশা ধরে যাচ্ছে দালানের কানাচে কানাচে

বেশ গুছিয়ে আলনায় পাট করে রাখা হয়েছে অন্তর্বাসের মত

মাস্তুল পৃথিবী থেকে এক এক করে চলে যাচ্ছে প্রিয় কবিতা সব

এত দ্রুত, যে কার উদ্দেশ্যে গাইব দাহন গান বুঝতে না বুঝতেই

আবার রাত নেমে আসছে। রাত নেমে আসছে মড়কি মেয়েমানুষের মত

সমস্ত আকাশ ঢাকা পরে যাচ্ছে তার দুর্গন্ধে। পাখি একটাও নেই। 

শুধু আলোর পোশাক ছেড়ে রাখা যাচ্ছে না বলেই

দেহাতী বৈঠকখানায় অচেনা, আবছায়া মানুষজনের কাছ থেকে

কিছু ভালো খবরের প্রত্যাশা করা যায়। ওরা জল-মুড়ি চেয়ে খায়

কুলুঙ্গিতে তুলে রাখা নাড়ু, দু একটি পিঁপড়েও, তার সাথে

সরাসরি চালান হয় পেটে। কি যায় আসে। কি নির্মোক শবগন্ধ

চারপাশে ধারণ হয়ে আছে। মড়কি মেয়েমানুষের নেমে আসা 

আটকাতে কোন সাঁজোয়া বাহিনী নেই এইসব দিনে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract