STORYMIRROR

বৃষ্টিস্নাতা - bristisnata

Abstract Inspirational

3  

বৃষ্টিস্নাতা - bristisnata

Abstract Inspirational

চন্দ্রমল্লিকা🌼....?

চন্দ্রমল্লিকা🌼....?

1 min
189


চন্দ্রমল্লিকা,

তুই বুঝি এনেছিলি চাঁদের আলো মুঠি ভোরে?

তাই তোর নাম হলো চন্দ্রমল্লিকা এতো আদর করে!


চন্দ্রমল্লিকা,

কৃষ্ণ রাতের আঁধারেও চেয়ে থাকিস তুই?

আমিও কিন্তু জেগে থাকি! দেখতে পাস কই?


চন্দ্রমল্লিকা,

তুইও বুঝি আমার মতো সুখী, থেকে বিষন্নতায়?

তাই তো হাসিস শীতের কুয়াশায়, কেমন অবলীলায়!


চন্দ্রমল্লিকা,

তুইও বুঝি আমার মতো ফিরে এসে ফিরে আসিস এই বাস্তবতার বুকে!

তাই বুঝি চেয়ে থাকিস, নীলাকাশের মুখে?


চন্দ্রমল্লিকা,

একবার আমার গুটিগুটি পায়ে ছুঁয়ে দেখবো তোকে?

এক বুক মিষ্টি হাওয়া রাতভর স্বপ্নের চন্দ্রমল্লিকার সঙ্গী হব বলে! 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract