ছায়াকাঠি আর চিহ্নরা
ছায়াকাঠি আর চিহ্নরা


জীবনের প্রতিটা বাঁকে প্রায় সবকটা মোড়ে জমিয়ে এসেছিলাম কিছু যতিচিহ্ন|
গন্তব্যের হদিশ পেয়েই মশগুল হলো রক্তমাংস,
ভুল ঠিকানায় পৌঁছেছি জেনেও অনুক্ত রইলো মিছিল
যখন আত্মার খোঁজে ফিরতিপথে পিছিয়ে এগোচ্ছি
আর্তনাদ আর হুঙ্কার মিশ্রিত শব্দে চিহ্নরা হয়ে উঠলো ছায়াকাঠি।
ক্রমাগত সরে যাচ্ছিল পর্দা , ভূগোল জুড়ে আস্তরণ ভাঙ্গছে তখনও
স্থির শব্দকম্পাঙ্ক , স্তব্ধ বিবর্তনবাদ।
আমি দৃশ্যপটে ঢুকে গেছি, সঠিক গন্তব্য কার্যত ছুটে যাচ্ছে ছায়াপথ লক্ষ্য করে।