STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৪

ছায়া ছায়া সত্যি ৪

1 min
201

ব্যারিকেড টপকাতে টপকাতে হাঁটু লঝঝরে 

কোমর আর শিরদাঁড়াও

উচ্চ আসনে বসে হি হি হাসো তোমরা

ক্রমশঃ বাড়িয়ে চলো সশব্দ নির্যাতন


রোজ জল খায় কিছু কিছু পোষ্য গাছপালা

আদুরে পাতাগুলো আমাদের ঘায়ের ওষুধি 

ফুলগুলো ধরা দেয় 

ঠাকুরের কানে তোলে আমাদের কাতরানি


তবুও কোথাও আসল সুখবর নেই আমাদের

যা কিছু শিঁকে ছেঁড়ে সবই প্রবল শর্ত সাপেক্ষ

আশ্রিত দস্যুও দুঃখ দুঃখ করে বলে, হায়!

আমরা চামড়া চাপড়াই


এক কোণে ধ্বনিহীন

স্বরথলি কেটে চেটে খেলো তর্জনীওয়ালারা

তবুও অদম্য নিঃশ্বাসে আরেকটা ব্যারিকেডের সামনে 

আজও ভাবি ওপারেই আছে আমাদের কাঙ্খিত মোক্ষ



Rate this content
Log in

Similar bengali poem from Abstract