STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ২৬

ছায়া ছায়া সত্যি ২৬

1 min
214

আজকাল বুকের ভেতরে বাইরে পাহাড়েরা    কখনও সখনও পাহাড়িয়া শব্দ, ফুলশয্যার ধ্বনি


মানুষ আত্মহত্যার পথেও খিদেয় কঁকিয়ে ওঠে

তার জন্যে এ সভ্য সমাজ চ্যানেলে তর্কাতর্কিতে


হঠাৎ হঠাৎ কারও মায়া, ভাল ব্যবহার, গলন্ত আইসক্রিম

পাগল হতে হতে মরসুমি উৎসব শেষ!


আমাকে অনেকে ভালবাসে এ চিন্তা ঠিক নয়

আমার কাজকে অনেকে ভালবাসে এটাও নয়

আমাকে গভীর অসুখে উত্তপ্ত কপালে কারা ছোঁয়? 

আমাকে পাথর সন্দেহে কার বেঁচে থাকা কেরোসিন! 

আমাকে শূন্য করে শূন্যে ছোঁড়ে হিস হিস

স্যাডিস্টিক কোলাহল যেন অপরাজিতা লতা!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract