চারিদিকে নখে শুধু রক্ত রক্ত দা
চারিদিকে নখে শুধু রক্ত রক্ত দা


এভাবে খোলা রেখো না পিঠ
আলগা দেহে রোদ্দুর চরাচর সূর্য খেলা চারিদিকে নখে শুধু রক্ত রক্ত দাগ
শাড়ি ছিড়লো কিসে পেরেক না নখের আঁচড়
কাঁটাখোঁচা অরণ্য রাত্তির পারাপার ,শরীর সামলে রেখো
চারিদিকে নখে শুধু রক্ত রক্ত দাগ
সেকি আজ শুকনো খেজুর পাতার মতো ঝোলে
যার ঈমানের ভরসায় ঘর ছাড়া তোমার
সাবধানে থেকো, চারিদিকে নখে শুধু রক্ত রক্ত দাগ