ব্যার্থ প্রেমিক!!
ব্যার্থ প্রেমিক!!
সেদিন ছিল পূর্নিমার রাত!!!
চাঁদের রূপোলি আলোয়
চারিদিক আলোকিত,
কিন্তু আমার মনের রাজপ্রাসাদ
ঢেকে গেছিল অন্ধকারের
মোটা চাদরের তলায়,
আমার হৃদয় থেকে শুধু বেড়িয়ে
আসছিল তীব্র হাহাকার,
চারিদিক যেন আমার ফাঁকা
শূন্য হয়ে যাচ্ছিল,
আমি যেন সবার মাঝে থেকেও
একা! ভীষণ রকম একা!
কেউ নেই আমার পাশে?
সামনে এগিয়ে যাওয়ার জন্য
নেই কারো ভরসার হাত!
আমার দম বন্ধ হয়ে
আসছিল প্রবল কষ্টে,
হৃদয় ভাঙ্গার তীব্র শব্দ
বারবার বাজছিল কানে,
কিন্তু সেই শব্দ তোমার
কান অবধি পৌঁছায়নি!
কারন তখন তুমি নব বধূর সাজে
সজ্জিত,পড়নে টুকটুকে লাল বেনারসী,
কপালে চন্দনের টিপ,
গা.... ভর্তি গহনা,
আর আলোর রোশনায় সজ্জিত
তোমার বাড়ি,
তার সাথে সানাইয়ের সুমধুর সুর,
সেই সুরের মুগ্ধতায় তুমি তোমার
নতুন জগৎ গড়তে ব্যস্ত,
আমি তখন তোমার হৃদয়ের এক
কোনে অতিথি কোনো অবাঞ্ছিত,
তোমাকে কোনের সাজে দেখার
লোভ সামলাতে পাড়িনি আমি,
তাই হাজার কষ্টকে উপেক্ষা করে
একগুচ্ছ তোমার পছন্দের অর্কিড
নিয়ে দাঁড়িয়েছিলাম তোমার সামনে,
তোমাকে খুব সুন্দর লাগছিল দেখতে,
আর সব থেকে ভালো লাগছিল
তোমার ঠোঁটের কোনে ফুটে ওঠা
একচিলতে মিষ্টি হাসি,
কিন্তু কোথাও যেন একটা অপূর্ণতা
ছিল তোমার সাজে!
তাই নিজের হাতে অর্কিড গুজে
দিয়ে ছিলাম তোমার খোপার ভাজে,
আমার চোখের সামনে অগ্নিকে
সাক্ষী রেখে তুমি হলে
অন্যের জীবন সাথী,
আমার ভালোবাসা না হয় নীরবে
নিভৃতে থাক,
দরকার নেই তার সুন্দর পরিনতি!!
তুমি আমার অস্তিত্বে আছ মিশে,
আমার পরিচয় হোক
তোমার ব্যার্থ প্রেমিক রূপে।
