বৃষ্টি
বৃষ্টি
1 min
33
বৃষ্টি
আবার সেই বৃষ্টি এল,
আবার সেই জাদু ও বাস্তবতার মধ্যে দিয়ে হেঁটে গেল নিলয়,
শরীরে জলের দাগ, বৃষ্টি কি কোনো প্রপঞ্চ হিসেবে দেখা দেয়,
গভীর আশ্বাসে উঠে আসে ঢেউ আর অন্তর্লীন এক ছায়া
যা মুক্তি চেয়েছিল, মাতৃবিয়োগ থেকে ফিরে উড়ন্ত খইয়ের কাছে
চেয়েছিল আত্মা, নিলয় জানে এই বৃষ্টি আর হাঁটা পথ তাকে সরলরেখার কাছে নিয়ে যাবে,
দুপাশে কাশ, মাঝ বরাবর শ্রান্ত বিভাজিকা ধোঁয়ায় ধোঁয়ায় বিলিয়ে দিচ্ছে রেনু,
সে বয়ে যাচ্ছে তারই ফেলে আসা প্রস্রবণের দিকে।