STORYMIRROR

Amrita Banerjee

Abstract Others

2  

Amrita Banerjee

Abstract Others

Botanicals

Botanicals

1 min
115

ভালবাসা আমার পুরাতন বটবৃক্ষ

সুদীর্ঘ সুদৃঢ় 

অনন্তকাল ধরে অপেক্ষায় 

তোমার ওষ্ঠের ছোঁয়ায় প্রান ফিরে পাওয়ার

অপেক্ষারা বাঁধ ভাঙছে 

হার মানছে " To His Coy Mistress"

হাজার বছর ধরে প্রেম আমার 

বিস্তারিত করেছে শাখা প্রশাখা তোমার অস্তিত্বে 

শরীর ?একমুঠো চিতাভস্ম !

তোমায় পাওয়া আমার হয়ে গেছে ।

শতবার মিলিত হয়েছি তোমাতে !

তোমার অবচেতনে, তোমার প্রতিটি নিঃশ্বাসে

তোমার শিরা উপশিরাগুলিতে আমার উপস্থিতি 

 বয়ে চলবে জন্ম থেকে জন্মান্তর 

আত্মিক সম্পর্ক এ যে ....

প্রতি জন্মে তোমায় হৃদ মাঝারে রাখতে 

জন্মাবে অমৃতা ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract