ভালবাসা
ভালবাসা
শিশুদের মতো আচরণ তোর
চাই লাল শাড়ি, কপালে টিপ
তোর আবদার, তোর চাওয়া
নিজের কথা ভুলে শুধু তুই ভালো থাক
সকালের মৃদু রোদ, আমার আলতো হাত, উষ্ণ চুমু
তুই চোখ মেল নিশ্চিন্তে, আমার কোলে মাথা রেখে
তোর অফিস, তোর টিফিন, তোর ওষুধ
তোর ভালো থাকা , তোর ভালো চাওয়া
তুই সুস্থ থাক , ভালো থাক
তোর ক্লান্ত মন, নীড় খুঁজে পাক আমার বুকে
তোর অনিশ্চয়তারা মেরুদণ্ড খুঁজে নিক , আমার বাহুডোরে
তোর চোখ দুটিতে নেমে আসুক নিশ্চিন্ত ঘুম
ঘুমপাড়ানি গাই সারারাত আমি
নিজেকে নিংড়ানো , এ ভালোবাসা আমার
এই ভাঙাচোরা " তুই টাকে " যে আমি খুব ভালোবাসি
নিজের সত্তা ভুলে " বাবাই " , তোকে যে আমি বড্ড ভালোবাসি
কিন্তু জানিস , মনের কোণে লুকিয়ে আছে সুপ্ত বাসনা
আমিও একটা কাঁধ চাই
" বাবাই " আমিও একটুখানি ভাঙতে চাই ।
