গ্রামের মেয়ে
গ্রামের মেয়ে
আমার আছে মুক্ত আকাশ , সবুজ সরষে ক্ষেত
তোর আকাশ স্কাইস্ক্রাপার এ ভরা
রোদ উঁকি দেয় কষ্ট করে এক চিলতে ব্যালকনি দিয়ে
পাখির কূজন আর মধুর বাতাস মাখা আমার ভোর
তোকে ঘুমোতে দেয় না ট্রামের আওয়াজ
আমি পা ফেলি দূর্বা ও শিশিরের কোলে
তোর পা ক্ষতবিক্ষত বালি, সিমেন্ট,সুড়কির খোঁচায়
তোর শহরে রাংতায় মোড়া রংবেরঙের গোলাপ
আমার আছে নয়নতারা, বৃষ্টিস্নাত কদম
তোর পছন্দ ময়দামাখা, অনুভূতি ছাড়া ম্যানকুইন এর বুলি
আমি শুধুই গ্রামের মেয়ে , আলগা চুলে ,
কবির কৃষ্ণকলি
