বোল - ডঃ রীতা দে
বোল - ডঃ রীতা দে


নানান ইচ্ছেয় একে আমার
এলোমেলো মন
তার ওপর কোত্থেকে
এক উড়ণচণ্ডী হাওয়া
দিল জোর বাঁশি বাজিয়ে
আমার আর কি করার আছে বলো
শুধুই পায়ে বোল তোলা ছাড়া !
নানান ইচ্ছেয় একে আমার
এলোমেলো মন
তার ওপর কোত্থেকে
এক উড়ণচণ্ডী হাওয়া
দিল জোর বাঁশি বাজিয়ে
আমার আর কি করার আছে বলো
শুধুই পায়ে বোল তোলা ছাড়া !