STORYMIRROR

মোঃ মুসা

Romance Others

3  

মোঃ মুসা

Romance Others

বঞ্চিত

বঞ্চিত

1 min
188

মধ্যবিত্ত শ্রেণী কক্ষে হয়েছে আমার জন্ম;

অভাবের থাপ্পরেই ,বাঁকা হয়ে গেছে হাড়,

সোজা হয়েই দাঁড়াতে- কখনো পারিনি কভু

হয়তো প্রেমিক হয়ে আসলো না কাছে আর।


আমি অসুন্দর আর। আমি আনস্মার্ট ছেলে 

সেটার আমিও জানি আয়না দাঁড়িয়ে দেখি 

আর করি অনুভব কিছু ভালো লাগা মিথ্যা

আমিতো স্মার্ট হইনি সরল সহজ যা কি।


দীর্ঘজীবী লম্বা খাম, হয়ে উঠতে পারিনি 

অভাবের দিনভর চরথাপ্পর খেতে খেতে ,

পুষ্টিহীন দূর্বলতা মানুষ কি আর বোঝে 

 অনেক আনন্দ থেকে তাই বঞ্চিত হয়েছি।


হয়তো একটা প্রেম কোনো প্রেমিকের কাছে

ভালো লাগা হয়ে যেন আর উঠতে পারিনি 

আমার নিজেরা কেবল ফিরে নিজে ভালোবাসি।



Rate this content
Log in

Similar bengali poem from Romance