STORYMIRROR

susmita Piu Adhikary

Fantasy Inspirational Others

3  

susmita Piu Adhikary

Fantasy Inspirational Others

❤বন্ধুত্ব ❤

❤বন্ধুত্ব ❤

1 min
225

বন্ধুত্ব

#সুস্মিতা অধিকারি

বন্ধু মানেই তোর টিফিনে আমার অধিকার

বন্ধু মানেই ক্লাসের ফাঁকে আড্ডায় মজে যাওয়া ,

বন্ধু মানেই অকারণে ঝগড়ায় মেতে ওঠা,

বন্ধু মানেই স্কুল, কলেজ দাপিয়ে বেড়ানো

                        আমাদের সেই জুটি,

বন্ধু মানেই "জোড়া শালিক "মনে করে

               ঠোঁটের কোণে আসে হাসি,

বন্ধু মানেই ইগো সরিয়ে শুধু ভালোবাসা-বাসি।

পেরিয়ে আসা সময়গুলো হাতছানি দিয়ে

                  ডাকছে যেন পিছু।

বর্তমানের কাছে এসে মুঠোফোনের সামনে

                   করেছি মাথা নীচু।

পেরিয়ে এসেছি শৈশব-কৈশোরের দিনগুলো আজ

ফেলে এসেছি সেই হাজার খুঁনসুটি-অভিযোগ,

ঝগড়া -অভিমানে ভরা সময়।

স্মৃতিতে জীবন্ত বন্ধুদের সাথে কাটানো

    ওই বিশেষ মুহূর্ত।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy