বন্ধু
বন্ধু


বন্ধু মানে বাঁচার নেশা
বন্ধু মানে আশা,
বন্ধু মানে নতুন জীবন
বন্ধু ভালোবাসা।
বন্ধু মানে দুঃখ মাঝে
একটু সুখের আশা,
বন্ধু মানে আশার কিরণ
বন্ধু আলোর বাসা।
বন্ধু মানে আঁধার রাতে
ছোট্ট একটি তারা।
বন্ধু মানে নতুন পথে
এক সঙ্গে চলা
বন্ধু মানে মনের কথা
একে অপরকে বলা।
বন্ধু মানে অন্ধকারে
জোনাকির আলো,
বন্ধু মানে এক সঙ্গে
থাকতে লাগে ভালো।
বন্ধু মানে একটু হাসি
সঙ্গে একটু রাগ,
বন্ধু মানে সুখ দুঃখের
সমান সমান ভাগ।
বন্ধু মানে ঝগড়া করে
চোখ ভরে যায় জলে,
বন্ধু মানে দেখা হলেই
কেমন আছিস বলে।
বন্ধু মানে সম্পর্কের
অটুট এক বন্ধন,
বন্ধু মানে দূরে থেকেও
সবার আপন জন।