বন্ধু
বন্ধু
আজ থেকে বছর কুড়ি পর
আমার স্বত্বাকে নিয়ে আমি,
আর একটা অন্ধকার ঘর।
একটা খোলা খামে কিছু হারিয়ে যাওয়া স্মৃতি।
কিছু বৃষ্টি ভেজা দুপুর, পড়ন্ত বিকেল,
আর কিছু রাতজাগা ভোর - সাথে গীটার।
আমার হাতে থাকবে Whiskey র গ্লাস
স্বভাবগত ভঙ্গিতে উঠবে তোদের উদ্দেশ্যে,
আর সাথে সেই চেনা সুর - বলবে
"CHEERS"।।