পিছুটান
পিছুটান


আজকে ভোর রাতের আলার্মটা বাজার খুব দরকার ছিল
আগের রাতের নেশার রেশ চোখে-মুখে স্পষ্ট
জানলা দিয়ে ভেসে এলো সেই চেনা গানটা
'আভি না যাও ছোড় কে'!!!
বেখেয়ালি আবেগগুলো আলতো সুরে গা ভাসালো
চোখটা যখন খুললাম, ঝাপসা দৃষ্টি
আমি নেশার ঘোরেই হাত বাড়ালাম,
আসলে স্পর্শটাই দরকার অন্ধকার ঘরে উপস্থিতির জানান দেওয়ার জন্য
মুহূর্তদের মলীন হওয়াই বাঞ্ছনীয়
গুরুত্বরা অন্ধ চোখেও দিশা পাবে
যদি বেঁচে থাকে মাঝরাতের ঔ অন্ধকার গলির পিছুটান।।