বন্ধ দরজা
বন্ধ দরজা
আজ আর কেউ বলে না
ভেঙে মোর ঘরের চাবি,
আমায় কে নিয়ে যাবি
আজ আর কেউ বাড়ায় না তো হাত।
বন্ধ দরজার ওপার থেকে
সোনা যায় শুধু ই আর্তনাদ।
মুক্ত করে নিয়ে যাবে
এমন মানুষ কোথায় পাবে,
সব ই তো লোক ঠকানো
মেকি এবং নকল,
আসল টা খুঁজতে গিয়ে
গুলিয়ে যায় সকল।
আসল আবার হয় নাকি
এসব কল্পকথা,
ব্যস্ততার এই বর্তমান এ
কে শোনে কার ব্যথা।
বন্ধ দরজা তাও কেবল
মনের ব্যকুল আশা ,
কখনো কোনোদিন ও
পাবে ভালোবাসা।
বন্ধ দরজা নিজের মতোই
বন্ধ হয়ে থেকে ,
মনের আশা মনের ভিতর
চাপা পরে থাকে।
