বিপ্লবী
বিপ্লবী

1 min

16.2K
পরাধীনতার গ্লানি তাদের কুরে কুরে খেয়েছে।
যুগ যুগ ধরে তারা শুধুই স্বাধীনতা চেয়েছে।
সহ্য করতে হয়েছে তাদের নানা অত্যাচার।
কেউবা গেছেন ফাঁসির মঞ্চে,কেউবা কারাগার।
উঠেছিল তাদের রব ভেঙে গম্বুজ - খিলান।
বিদ্রোহের তরঙ্গ ওঠে, হুল-উলগুলান।
পরে তারা করে আরও নানা বিদ্রোহ সংহার ।
বিদেশীরা বোঝে:তাদের সময় হয়েছে যাবার।
প্রায় দুশো বছর শাসন-শোষণ পর.......
অবশেষে তারা ছাড়ল ভারত মোদের।
সেদিন উড়ল আকাশে মোদের পতাকা।
ঐ সীমাহীন আনন্দ দেখে কে ওদের !!!
কেউবা ছিলেন নির্ভীক যোদ্ধা,কেউবা আবার কবি।
ভারতীর সব দামাল ছেলে, এককথায় বিপ্লবী।।