বিচ্ছেদ
বিচ্ছেদ
অজস্র উত্তাপ-দানা শরীরে ছড়িয়ে
পলাশ মাসের পল্লবিত বুনো রেখা।
জল পড়ে, শব্দ পাই দেহ-ছেঁচা আগুনে
পুড়ছে পুং ক্রীড়ানক।
তরল,জিভ দিয়ে পুড়িয়ে দেওয়া আমলকি ঘ্রান।
বাষ্প ওঠা নরম আঠালো বুকের কৃষ্ণচূড়া মেয়ের
মুঠোয় ভরা আগুন। ছড়িয়ে যাচ্ছে, খনন চলছে। উঠে আসছে ভিজে মাটি, ঘাস, বুনো ফুল,লতাপাতা।
বুড়ো বট লুকিয়ে দেখে কাঙ্খিত কর্ষন। ঝুরিদের গায়ে লেগে প্রাচীন আবেদন । ভূমি ছুঁয়ে এলিয়ে যাওয়া দেহ,প্রবেশরত মধুমাছি।
ফাল্গুনী হাওয়া তখন মেহন- রঙীন,
দু- হাত ভরে,কুড়িয়ে নিচ্ছে স্বৈরিনীর ফেলে যাওয়া রঙ।
