বিবর্তন
বিবর্তন


শরীর জুড়ে বিবর্তনের ছাপ।
সরীসৃপের চামড়ায়
তার অঙ্গীকার ভীড় জমিয়েছে প্রাচীর ভেঙে, চোখের কালির নীচে।
আগন্তুকের বেইমানির দায়ে
নির্বাসিত উদারতার দলিল
ইতিহাসের খাদে হারিয়েছে
বহুদিন।
তার হিসেবের উদ্বোধন আজ;
শেষ অঙ্কে শুরুর খতিয়ান।
লাল ঠুলি বাঁধা দার্শনিকের দৃষ্টি
তবু বিপদ এড়ায়।
বিবর্তনের চিহ্নে
নিজেকে চিনতে ভুল করে
নাট্যকার।
ভাড়াটের দল সংসার পাতে নতুন করে,
আদিম রোষে
কেবল মানুষই উদ্বাস্তু হয়।