ভ্রমণ
ভ্রমণ
মনটা আমার একাই ভ্রমণ করে বেরায়
খুজতে থাকে,, কোথায় তুমি চুপটি করে লুকিয়ে আছ
চারিদিকে ঘুরে ঘুরে,,,, পায়না যখন তোমায় খুজে
তোমার কথা আমার মন ভেবেই চলে যায়
কৃষ্ণ তুমি বরোই দুষ্টু
হাসি মুখে বাঁশি বাজাও
বাঁশি বাজিয়ে গোপিনিদের মন কেরে নাও
চুপিচুপি
আমার মনও এমনি ভাবে কেরে নিয়েছ তুমি
ওই মিষ্টি বাঁশিরধ্বনি,,,,, আমার মনটা খুজে বেরায়
তোমার মিষ্টি বাঁশির আওয়াজ পেলে
মনটা আমার ময়ূরের মতন পেখম মেলে নাচতে থাকে
তোমার বাঁশির ধ্বনি আমার মুখে হাসি ফুটিয়ে তোলে
তখন আমি থাকি এক জায়গায়,,, মনটা থাকে অন্য জায়গায়
তোমারি মাঝে আমার মন হারিয়ে যায় একদম।

