STORYMIRROR

Bidyut chakraborty

Inspirational

3  

Bidyut chakraborty

Inspirational

::বদলাও নিজেকে::

::বদলাও নিজেকে::

1 min
384

কাজ সেরে দুটো টিউশনি করে তারপর ফিরি বাড়ি

তাই রোজই রাতে আমার ফিরতে হয় দেরি।

রাতের অন্ধকারে পথঘাট থাকে ফাঁকা

রোজই রাতে আমি বাড়ি ফিরি একা একা।

সেদিন জনা কয়েক ছেলে নিল আমার পিছু

কিছু বোঝার আগেই মুখে চেপে ধরল কিছু

টেনে নিয়ে গেল ফাঁকা একটা ঘরে

আমার নগ্ন দেহে সারারাত এক এক করে

পুরুষত্বের পৈশাচিক উল্লাসের ছাপ দিল এঁকে

সমাজ দিল ধর্ষিতার তকমা সেটে।

পন্ডিতেরা কপালে চশমা তুলে বলল টিকি নেড়ে

ঘটেছে যা তা সবই আমার দোষে।

রাতের বেলা কে বলে একা একা বের হতে?

কোন্ ভালো মেয়ে এতো রাতে বাড়ির বাইরে থাকে?

সম্মানহানি হয়েছে আমার--- বলল ওরা ডেকে।

নারীর সম্মান কি তার পোশাকের নীচে থাকে?

তা এতোই ঠুনকো-সহজেই হানি করা যায় যাকে?

সম্মান হানি হয়নি আমার, হয়েছে তাদের

যারা অপকর্ম ঘটিয়েছে আমার সাথে

আর সম্মান গেছে পুরুষতান্ত্রিক এই সমাজের।

মোমবাতি হাতে মিছিলে কেঁপে উঠেছিল রাজপথ

নিন্দার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়

ভেবেছিলাম প্রতিবাদে মুখর হতে দেখে সবাইকে

আর ঘটবে না একই অন‍্যায় ঘটেছে যা আমার সাথে।

কিন্তু আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নিশিদিন

লোকালয়ে নির্জনে রাতে অথবা দিনে

স্কুল কলেজ অফিস আদালত বাসে ট্রেনে ভিড়ে

অসংখ্য চোখ চাখছে সুযোগ পেলেই কামড় বসায়।

নারীর দোষ না খুঁজে পুরুষ তুমি বদলাও নিজেকে।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational