STORYMIRROR

D. S. Roy

Drama

3  

D. S. Roy

Drama

বাস্তব জীবন

বাস্তব জীবন

1 min
4.3K


প্রেমের আবেগে অন্ধ মানুষ

বাস্তবতা শুধুই যে কষ্ট

প্রেমের আবেগ কাটলে পরে

করেছে প্রেম জীবন নষ্ট

দূরে না থাকার প্রতিশ্রুতি

দূর করে রাখে দুটি মন

স্বপ্নের ঘোর কাটিয়ে উঠে মেনে নাও বাস্তব জীবন

বিভ্রান্তিমূলক, অতিরঞ্জিত কথা

ভালোবাসায় থাকবে সুখী জীবনএমন বিশ্বাস প্রকৃত পক্ষে

তৈরি করে আলস্য আশাবাদী মন


বাঁচতে গেলে এই জগতে

শুধু ভালোবাসায় কাটেনা জীবন রোমান্টিক সম্পর্কের বাইরেও রয়েছে

অন্ন, বস্ত্র, চাহিদা পূরণ

দূরত্ব টেনে আনে অতীতের

কিছু অর্থহীন দেওয়া শর্ত কিছু চাওয়া, পাওয়া, ক্যারিয়ার

স্বাস্থ্য, সময় দিতে ব্যর্থসম্পর্কের শুরুতে মনে হওয়া

ভালোবাসায় কাটবে সহজে জীবনঘোর কেটে দাঁড়িয়ে বাস্তব

কঠিন পরীক্ষা নেয় তখনকে বলেছে মানুষ বদলায় না ?

সময়ের সাথে পরিবর্তিত মনসম্পর্ক বাঁচাতে হতেই হবে

পরিবর্তনের সাথে সঙ্গী দুজন ।



Rate this content
Log in

Similar bengali poem from Drama