STORYMIRROR

Karmindar Singh

Fantasy Romance

3  

Karmindar Singh

Fantasy Romance

অপূর্ব সেই মেয়ে

অপূর্ব সেই মেয়ে

1 min
10.1K


বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে

আকাশ জোড়া কালো ঘন মেঘ

ঝাপসা কাচের জানলা আমায় যেন কী বলছে

নাড়াচাড়া দিয়ে উঠছে আবেগ


হঠাৎ সেই পাগল করা চোখ মুখ টা

বৃষ্টি আবার মনে করিয়ে দিলো

চিনচিন করে উঠল বুকটা

হৃৎস্পন্দন টা সামান্য বেড়ে গেল


সেই মায়াবী চোখে আঁকা কাজল

মাথায় খোপা, কালো টিপ,ঝোলা কানের দুল

সেই লাল শাড়ির আঁচল

আর লাল গোলাপ ফুল


সত্যি সেই মেয়ে এক অপূর্ব সৃষ্টি

কলেজের সামনে তাকে প্রথম দেখি

সে যেন ভিজিয়ে দেওয়ার বৃষ্টি

আর তার শরীরে ভয়ানক কালবৈশাখী


Rate this content
Log in