অপ্রেমিক
অপ্রেমিক
কিছু মানুষ তুলনাহীন
সমস্ত বিপদ থেকে সরিয়ে রেখেছে সদা।
আমাদের সুখ'ই বাবাদের ঋণ।
তাদের কষ্ট আসলে নীরবতা ।
মানুষগুলো সব এক।
মুখগুলো শুধু আলাদা আলাদা নানা দেশে ।
ভালোবাসা পেতে হলে,
থেকে এসো মায়েদের সমাবেশে।
ভালোবাসা খোঁজার ছলে
মানুষ আসলে নিজেকেই খোঁজে।
মৌনতায় যাকে কাছে পাবে
সে তোমার চোখের ভাষা বোঝে ।
এমন কিছু মানুষ চিরকাল রয়ে যায়
অপ্রেমিকের বেশে।
কোনো কিছু না চাইতেই দিয়ে সহজভাবে ভালোবেসে ।
দেয় ,