অপেক্ষা জমানো শুস্ক হৃদয়ে বৃষ্টি ফোঁটার কাব্য
অপেক্ষা জমানো শুস্ক হৃদয়ে বৃষ্টি ফোঁটার কাব্য
শুস্ক হৃদয়ে তোমার অপেক্ষা দের জমাবো কোথায়?
শেষ পৃষ্ঠায়! নাকি দ্রুত চালানো ব্যাকস্পেস বাটান এ?
হ্যাঁ, অপেক্ষারা বৃষ্টি ফোঁটার মতো তুচ্ছ কিছুই,
কিন্তু বেড়ে চলে মাল্টিপ্লিকেসানে এ!
শুস্ক হৃদয়ের অপেক্ষারা আবদ্ধ খুব, বৃষ্টি ফোঁটার মতো মানে না নিষেধ বারণ
"ব্যস্ত আছি" তে অভিমান জমায় মনের কোণে অকারন,
শুস্ক হৃদয়ের অপেক্ষারা একগুঁয়ে খুব, বৃষ্টি ফোঁটার
মতোই ভীষণ রকম জেদি
হারিয়ে যেতে গেলেও জানান দেয় তারাই আছে শুধু আমার বাঁচাবার রসদ ই,
শুস্ক হৃদয়ের অপেক্ষারা স্বার্থপর খুব, বৃষ্টি ফোঁটার মতোই ভীষণ আত্মকেন্দ্রিক
আমি অপ্রয়োজনীয় তোমার কাছে জেনেও অলীক কল্পনা বোনায় সমস্ত দিন,
শুস্ক হৃদয়ের অপেক্ষারা সতর্ক খুব, বৃষ্টি ফোঁটার মতো প্রকাশ্যে একলা খুব আসে না!
তাই তোমার সব প্রতিশ্রুতির বিপক্ষে কোনো ভালোবাসার দাবি রাখেনা,
শুস্ক হৃদয়ের তোমার অপেক্ষারা বৃষ্টি ফোটার মতোন শুস্ক হৃদয়ে মাএ এক ফোটা,
তোমার সামান্য খোঁজখবরেই কোনো অভিযোগ মনে রাখে না,
শুস্ক হৃদয়ের অপেক্ষারা শান্ত ভীষণ বৃষ্টি ফোঁটারা বড্ড রাগী হলেও
সব মিথ্যে গুলোকেও সত্যি ভাবি সব যুক্তি-তর্ক ভুলে,
আমার শুস্ক হৃদয়ের অপেক্ষারা তোমার কাছে
হাজার বার উপেক্ষিত হলেও
জমতেই থাকে আমার মন আকাশে
বৃষ্টি হয়ে তোমায় মতো
আমার শুস্ক হৃদয় ছুঁয়ে যাবে বলে।

