STORYMIRROR

PRITTHISH SARKAR

Abstract Inspirational Others

3  

PRITTHISH SARKAR

Abstract Inspirational Others

অপবিত্র

অপবিত্র

1 min
295


   সৃজন আশে থাকে সে বসে ,

ব্যর্থ যদি হয় সে আশ,

সেই দুরাশার অবসানে ,

রক্ত ধারায় দীর্ঘশ্বাস ।


সৃজনের পুণ্য রক্তধারা,

অপবিত্র সে তোমার মনে ?

 পবিত্রতার সঠিক মানে,

 স্পষ্টই নয় তোমার সনে।

 

পবিত্রতার ঐ বিচারে,

তোমার ঢুকতে মানা ঠাকুর ঘরে,

বলির রক্ত কি পবিত্র খুব?

তা দিয়ে তো পুজো করে ।

 

সৃজন রক্তে অপবিত্র হয়ে ,

যার পুজো থেকে রয়েছ দূরে,

সৃজন মাস আষাঢ়ে তে,

ঐ দেবীর ও তেমনই রক্ত ঝড়ে ।


         

                     


Rate this content
Log in

More bengali poem from PRITTHISH SARKAR

Similar bengali poem from Abstract