অন্তহীন পথ (পিন্টু মন্ডল)
অন্তহীন পথ (পিন্টু মন্ডল)


ছেলেটির নাম প্রেম , মেয়ে টি কথা "
ছেলেটি কথা'কে বলল ---
চলো বেড়িয়ে পড়ি কোথাও
অনেকটা পথ হাঁটা যাবে দুজনে ,
কিছু তুমি
কিছু আমি ---
না হয় বাকি রবে কিছু কথা !
তুমি বললে ----
চলো নদীর পাড় দিয়ে হাঁটি ,
বেশ তাই চলো !
আমরা হাঁটছি , স্বপ্নালু চোখ !
অনেকটা পথ আমরা হেঁটে এলাম
নির্বাক নীরব ।
প্রথম হাঁটা পথে -----
অজানা লজ্জ্বারা কিভাবে এসে যায় !
আমরা হাঁটছি -----
এই প্রথম তুমি বললে
দ্যাখো দ্যাখো কী সুন্দর শ্রান্ত নদীর নীল জল !
আমি বললাম ---
তোমার নীল চোখে আমার সব দৃষ্টি
থেমে আছে ;
তুমি বললে ধ্যুৎ তুমি না !
আমরা হাঁটছি, নীরব ।
আজ আর ফিরে যাবার কোন তাড়া নেই ।
আমরা হাঁটছি ---
আবারও প্রথম তুমি বললে ---'
দ্যাখো দ্যাখো নীল দিগন্তের শেষে 
;
দুটো পাখি কেমন উড়ে যাচ্ছে !
আমি বললাম ----
ওরা পারিজাত, ঘরে ফিরছে ।
আজ আর আমাদের ঘরে ফেরার কোনো তাড়া নেই !
আমরা হাঁটছি তো হাঁটছি -----
এবারও তুমিই প্রথম বললে
দ্যাখো দ্যাখো , নদীর জলে অস্তমিত সূর্য "
কি অপূর্ব সুন্দর না ?
আমি বললাম ----
তোমার ওড়া আঁচল আমার মুখ যে ঢেকে রেখেছে !
ধ্যূৎ বলে ছুটে গিয়েছিলে প্রজাপতিটা ধরতে ,
যেন --- হঠাৎ সূর্য ডুবে যাবার মত !
আমরা হাঁটছি -----
সূর্য যখন মেঘের কোলে বিশ্রামরত
তুমি ক্লান্ত ঘাসের কোলে
একরাশ তৃপ্তি ঢেলে দিয়েছো ,
ঘামে ভেজা জল ছবির মত তোমার মুখ ।
চমকের মত বলে উঠলে ;
দ্যাখো দ্যাখো কি সুন্দর নীল আকাশ ,
আমি বললাম ---
ও তো শূন্য '
আমি তোমাকে পূর্ণতা দেবো !!!
ওরা আজও হাঁটছে -------