অনন্ত জ্যোতির ঢেউ
অনন্ত জ্যোতির ঢেউ
আমি তো সমুদ্রে গেছি
নেচেওছি ঢেউয়ের মাথায় মাথায়
দেখেছি
উত্তাল ঢেউ কেমন আকাশ ছোঁয়
দেখেছি
সমুদ্রের নীল আর আকাশের নীল
দিগন্তরেখায় মিলে
একটা আধখোলা ঝিনুকের মত
নিরন্তর সেখানে শাঁখের শব্দ হয়
ঢেউয়ে ঢেউয়ে ডাকে
অথচ ঝাঁপ দিতে পারি নি
অনন্ত জলরাশির মধ্যে
মেনেও নিতে পারি নি
অন্তিম জড়তাকে।
>
অথচ ঐ সমুদ্রে চৈতন্যের অধ্যাস
দেখেছেন কোনোও কোনোও কবি
আমি পারি নি ।
আমি জানি
এমন কিছু মানুষ
ছিলেন এবং আছেন
যাঁরা ঐ সমুদ্র ঐ আকাশ
ঐ অরণ্য
ঐ মাঠ ঐ পাহাড়
সবকিছুকেই
একটা অনন্ত প্রাণের ঢেউ
একটা অনন্ত জ্যোতির ঢেউ
জেনে ও দেখে
সারাটা জীবন বিভোর ছিলেন ।