অন্ধকার...
অন্ধকার...


অন্ধকার ভালো লাগে??
অন্ধকার ভালো,
অন্ধকার কালো,
অন্ধকার ঠান্ডা, শীতল, আরাম দেয়।
আলো ভালো না,
আলো স্পষ্ট,
স্পষ্ট কঠিন,
দুঃখ দেয়।
অন্ধকার ঢাকে,
তোমায়, আমায়
আমাদের নৃশংসতাকে ঢাকে।
আলো দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়।
তুমি প্রতিবন্ধী আলো আছে বলে
তুমি কালো আলো আছে বলে
তুমি কুৎসিত আলো আছে বলে
তুমি হিন্দু, তুমি মুসলিম
আলো আছে বলে।
অন্ধকারে তুমি প্রাণী
আমিও প্রাণী
তুমি মানুষ
আমিও মানুষ
তুমি সুন্দর
আমিও সুন্দর
তুমিও ফর্সা
আমিও ফর্সা।
আলোয় ভয় লাগে
পাপ দেখি আলোয়
মৃত্যু দেখি আলোয়।
কষ্ট দেখি, চোখের জল দেখি আলোয়।
অন্ধকার সাহস যোগায়,
বলে, না সামনে কিছু নেই।
কই কিছু দেখাই যখন যাচ্ছে না,
তখন ভয় কিসের!!
চেনা পরিচিত জিনিস বা মানুষ আমাদের ডরায় বেশি।
আগুন্তুক তো অন্ধকার এর মতোই।
অদেখা, অপরিচিত, অজানা ডর নেই।
আলো তেই মানুষের লজ্জা,
আলো থেকে বাঁচতেই মানুষ পোশাক পরে।
অন্ধকারে নগ্ন হওয়া খুব সহজ,
বেআব্রু হওয়া খুব সহজ।
কারণ অন্ধকারে লজ্জার স্থান নেই।
অন্ধকার ভালো লাগে?